বেঙ্গল পাবলিকেশন্‌‌স

আনিসুজ্জামান স্মরণ

Published on
February 2021

ISBN
9789843358691

Category


বাংলাদেশের শীর্ষ গবেষক, আমৃত্যু শিক্ষাব্রতী, প্রাবন্ধিক, অসাম্প্রদায়িক চেতনার প্রসারে অগ্রণী ব্যক্তিত্ব ও একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ-আন্দোলনের ধীমান ভাবুক ড. আনিসুজ্জামান বহুধারার কাজের মধ্যে বাঙালির স্বরূপের অনুসন্ধান ও বহুত্ববাদী সংস্কৃতির চিন্তা ও ভাবুকতায় যে-মাত্রা সঞ্চার করেছিলেন তা এদেশের বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রকে প্রসারিত করেছে। তাঁর চিন্তা ও সকল প্রয়াসে এই অনুসন্ধান প্রত্যক্ষ করা যায়। উল্লিখিত বহুবিধ কর্মের মধ্য দিয়ে তিনি বাঙালি মনীষার শ্রেষ্ঠ প্রতিনিধি হয়ে উঠেছিলেন। কৈশোর-উত্তীর্ণ কাল থেকে তাঁর সামাজিক দায় ও অঙ্গীকার গড়ে উঠেছিল। এই দায়ই তাঁকে সর্বদা চালিত করেছে বহুমুখিন সাংস্কৃতিক, সাহিত্যিক ও সামাজিক আন্দোলনকে খরপ্রবাহিনী করে তুলতে। তাঁর চরিত্র মাধুর্য, স্বভাবধর্ম ও সৌজন্যে যে-বিনয় ছিল এবং সকলকে ভালোবাসা ও স্নেহ করার যে-উজ্জ্বল প্রকাশ ছিল তা ড. আনিসুজ্জামানকে করে তুলেছিল এক অনন্য ব্যক্তিত্ব। বহু লেখক, শিক্ষক, শিল্পী, শিক্ষার্থীকে দেশচেতনায় উদ্দীপিত করেছেন তিনি। জাতীয় ও সামাজিক সংকটকালে তাঁর নেতৃত্বের দায় বহন এ-অঞ্চলের বাঙালিকে প্রাণিত করেছে পথ চলতে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *