একাত্তরের গল্পগাথা
মহান মুক্তিযুদ্ধের নির্দলীয় ও নিরপেক্ষ ইতিহাস ও সাহিত্য সম্পর্কে অনেকের ধারণা স্পষ্ট নয়। স্বাধীনতা উত্তরকালে রচিত ও হাতের কাছে পাওয়া পঠিত মুক্তিযুদ্ধ-সাহিত্যগুলোর অধিংকাংশই স্মৃতি আশ্রয়ী এবং আবেগে ভরপুর। সত্যিকার বস্তুনিষ্ঠ বয়ান ধরে রাখবার চেষ্টা খুব বেশি হয়নি। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করবে ‘একাত্তরের গল্পগাথা’ গ্রন্থটি।
এই গ্রন্থে জানা যাবে – কী ছিল ২৫মার্চের ওয়ারল্যাস ম্যাসেজে, পিতৃ-হন্তারক এক গেরিলার কথা, কার রক্তে রঞ্জিত হয় কোরআন শরিফটি, একাত্তরে কার অস্ত্র ছিল ক্যামেরা, হনুমান কোম্পানির বীরত্ব, কারা হেঁটেছিলেনÑবাংলাদেশ টু দিল্লি, কর্নেল তাহেরের মায়ের যুদ্ধটি কেমন ছিল, কীভাবে এলো আত্মসমর্পণের সেই টেবিলটি, গণহত্যার রাতে কী ঘটেছিল ফজলুল হক হলে, কে একাত্তরে মানুষকে ‘বিবিসি’ শোনাতেন, গ্রামের নাম কেন আরশাদগঞ্জ, স্বাধীনতার জন্য কারা ফুটবল খেলেছিলেন, কী ঘটেছিল আলমডাঙ্গায়, আলব্দী গ্রামে কারা গণহত্যা চালিয়েছিল – একাত্তরের এমন নানা প্রসঙ্গ। গ্রন্থভুক্ত রচনায় উল্লেখিত ছোট ছোট জানা-অজানা ঘটনাগুলোই মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস। যা তুলে ধরা হয়েছে একাধিক দুর্লভ আলোকচিত্রসহ।