বেঙ্গল পাবলিকেশন্‌‌স

একাত্তরের নারী

Price
470 BDT

Published on
January 2024

Category

বাংলাদেশের মুক্তিযুদ্ধটা  ছিল প্রকৃতপক্ষে একটি জনযুদ্ধ। সেহেতু দেশের অধিকাংশ নারী-পুরুষ  কোনো না কোনোভাবে যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেটা হোক সম্মুখযুদ্ধে কিংবা মুক্তিযোদ্ধাদের নানা উপায়ে সাহায্য-সহযোগিতা করেছেন। নারীর অবদান অস্বীকার করা বা ছোট করে দেখার কোনো অবকাশ না থাকলেও আমাদের  প্রথাগত ইতিহাস চর্চায় মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা প্রায় অদৃশ্য।
স্বাধীনতাকামী বাঙালির উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার চরম রূপ নারী নির্যাতন। এক দিকে গণহত্যা, অপর দিকে নারীর উপর পৈশাচিক অত্যাচার।  নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির কারণেই মুক্তিযুদ্ধে নারীর ভূমিকাকে গৌরবের সমাচার হিসেবে তুলে ধরার ক্ষেত্রে ঘাটতি লক্ষ করা যায়। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলাচ্ছে । কিছুটা নীরবে হলেও  মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা নিয়ে কিছু  অনুসন্ধান ও গবেষণা হয়েছে, হচ্ছে। নারীর ত্যাগ ও সাহসের অনেক  তথ্য এখন জানা যাচ্ছে।  তারই ধারাবাহিকতায় জয়ন্তী রায়ের এই বইটি।  মুক্তিযুদ্ধে নারীর নানামুখী গৌরবোজ্জ্বল ভূমিকাকে এক মলাটে আবদ্ধ করার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *