
কবি লিখলেন মেঘ
ফারুক মাহমুদ দীর্ঘদিন কবিতার পাশাপাশি সাহিত্যের অন্যান্য শাখায়ও কলম ধরেছেন । গল্পের সংখ্যা অনেক হলেও ‘কবি লিখলেন মেঘ’ তার প্রথম গল্পগ্রন্থ । এই গ্রন্থে রয়েছ নয়টি গল্প । বিষয়-বিবেচনায় গল্পগুলো চার ভাগে ভাগ করা যায় । একটি গল্পে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর উপস্থিতি রয়েছে মূর্ত, বিমূর্ত এবং প্রতিকী ব্যঞ্জণায় । সংস্কৃতি সাহিত্যের দুই দিকপাল কালিদাস, বানভট্য আছেন দুটি গল্পে । বৌদ্ধ সাহিত্যের অন্তর্গত ‘থেরী গাথা’র ‘আম্রপালী ও ‘কু-লকেশা’ চরিত্র নিয়ে গল্প রয়েছ । দুটি গল্পে প্রেমানুভূতির বিচিত্র প্রকাশের আলো এবং ছায়া বিবৃত হয়েছে । একটি গল্পে পাওয়া যায় সমকালীন সমজচিত্র, আছে একটি পৌরাণিক গল্প । শুধু বিষয় এবং বয়ানে ওপর গল্পের গ্রহণযোগ্যতা নির্ভর করে না । ভাষা-প্রকরণও গল্পসাফল্যের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক । এমন বিবেচনায় এই গ্রন্থের কয়েকটি গল্পের আঙ্গিক স্থাপনে নতুনত্ব রয়েছে । ফারুক মাহমুদের গদ্যভাষার স্বচ্ছতা, গতিময়তা পাঠক মহলে প্রশংসিত । এই গন্থের গল্প সমষ্টিতে লেখক পদ্যগন্ধী গদ্য ব্যহার করেছেন । এটি আমাদের গদ্যভাষায় একটি নতুন সংযোজন । গল্পের বিষয় ও কাল বিবেচনায় তিনি আবশ্যিক ভাষা ব্যবহার করেছেন ।