
ক্ষরণ
হরিশংকর জলদাসের গল্পের বই ‘ক্ষরণ’। ছয়টি গল্প রয়েছে বইটিতে। হরিশংকর জলদাসের গল্পের বিষয় সমাজের সহজ-সরল মানুষ। ধনী-গরিব নির্বিশেষে সবার মনের কষ্টের ছবি, আনন্দের ছবি, হতাশার ছবি কলমের টানে এঁকে যান তিনি অবলীলায়। বইটির শিরোনামীয় গল্প ‘ক্ষরণ’-এ রয়েছে একজন নারীর মাতৃত্বের, নারীত্বের অপমান আর বঞ্চনার চিত্রপট। ভালোবেসে যাকে বিয়ে করেছিল দেবর্ষি তার কাছে সবচেয়ে বড় আঘাত পায় সে। শুধু কন্যাসন্তান হবে এ অদ্ভুত অপরাধে এই একবিংশ শতাব্দীতেও তাকে নিগৃহীত হতে হয় স্বামী-শাশুড়ির কাছে। সঙ্গে রয়েছে তার দারিদ্র্যের জন্য গঞ্জনা। কিন্তু ঠিকই ঘুরে দাঁড়ায় দেবর্ষি। পথের সব বাধা অতিক্রম করে এগিয়ে চলে সে। একজন নারীর সংগ্রামী প্রতিমূর্তি পরম যত্নে এ গল্পে গড়েছেন গল্পকার।
এ সমাজে শুধু নারীই নয়, দারিদ্র্যের গঞ্জনা সইতে হয় পুরুষকেও। সমাজের মধ্য ও নিচু শ্রেণির মানুষের সেই বেদনা ধরা আছে ‘ক্ষরণ’-এ। যেখানে গলায় ফাঁস নিতে হয় ভোলাকাকাদের, জীবন বাঁচাতে পথে পিঠার দোকান চালাতে হয় হামিদদের। সমাজের এমনই সব বাস্তবচিত্র গল্পের ছলে বর্ণনা করে চলেন হরিশংকর জলদাস।