বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Khoron by Harishankar Jaladas

ক্ষরণ

Price
275 BDT

Published on
October 2017

ISBN
9789849302551

Category


হরিশংকর জলদাসের গল্পের বই ‘ক্ষরণ’।  ছয়টি গল্প রয়েছে বইটিতে।  হরিশংকর জলদাসের গল্পের বিষয় সমাজের সহজ-সরল মানুষ। ধনী-গরিব নির্বিশেষে সবার মনের কষ্টের ছবি, আনন্দের ছবি, হতাশার ছবি কলমের টানে এঁকে যান তিনি অবলীলায়।  বইটির শিরোনামীয় গল্প ‘ক্ষরণ’-এ রয়েছে একজন নারীর মাতৃত্বের, নারীত্বের অপমান আর বঞ্চনার চিত্রপট। ভালোবেসে যাকে বিয়ে করেছিল দেবর্ষি তার কাছে সবচেয়ে বড় আঘাত পায় সে। শুধু কন্যাসন্তান হবে এ অদ্ভুত অপরাধে এই একবিংশ শতাব্দীতেও তাকে নিগৃহীত হতে হয় স্বামী-শাশুড়ির কাছে। সঙ্গে রয়েছে তার দারিদ্র্যের জন্য গঞ্জনা। কিন্তু ঠিকই ঘুরে দাঁড়ায় দেবর্ষি। পথের সব বাধা অতিক্রম করে এগিয়ে চলে সে। একজন নারীর সংগ্রামী প্রতিমূর্তি পরম যত্নে এ গল্পে গড়েছেন গল্পকার।

এ সমাজে শুধু নারীই নয়, দারিদ্র্যের গঞ্জনা সইতে হয় পুরুষকেও। সমাজের মধ্য ও নিচু শ্রেণির মানুষের সেই বেদনা ধরা আছে ‘ক্ষরণ’-এ। যেখানে গলায় ফাঁস নিতে হয় ভোলাকাকাদের, জীবন বাঁচাতে পথে পিঠার দোকান চালাতে হয় হামিদদের। সমাজের এমনই সব বাস্তবচিত্র গল্পের ছলে বর্ণনা করে চলেন হরিশংকর জলদাস।



Buy this book from:



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *