বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Jivanananda Das Kobita Mulanuga Path by Bhūmendra Guha

জীবনানন্দ দাশের কবিতা:  মূলানুগ পাঠ

Price
800 BDT

Published on
September 2015

ISBN
9789849178156

Category


জীবনানন্দ দাশের কবিতা: মূলানুগ পাঠ। সম্পাদনা করেছেন ভূমেন্দ্র গুহ।বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী রফিকুন নবী।  ভূমেন্দ্র গুহ পঞ্চাশ বছর ধরে জীবনানন্দের মূল পাণ্ডুলিপি থেকে পাঠ উদ্ধারে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন। এই সংকলন সেই পথচলারই একটি অর্জিত ধন। তিনি না থাকলে জীবনানন্দ দাশের কবিতার শুদ্ধতা রক্ষা করা যেত না। জীবনানন্দের মৃত্যুর পর ভূমেন্দ্র গুহের কারণেই তার লেখা হারিয়ে যায়নি। বলা যায়, জীবনানন্দ দাশ ভূমেন্দ্র গুহের হাত দিয়েই মানুষের কাছে প্রকাশিত।

বইটি জীবনানন্দ দাশের নির্বাচিত কবিতার একটি সুসম্পাদিত সংকলন। যা বইটি খুললেই বোঝা যায়। এই সংকলনটি সম্পাদনা করতে গিয়ে ভূমেন্দ্র গুহ সম্পাদনার প্রচলিত কোনো নিয়ম লংঘন করেননি।  জীবনানন্দ দাশের জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল মাত্র পাঁচটি কবিতার বই এবং দেড়শোর কিছু বেশি কবিতাই ছিল যার জীবৎকালীন অবদান। আর তাঁর মৃত্যুর পরে ভূমেন্দ্র গুহের কারণে আবিষ্কৃত হলো তার অসংখ্য অপ্রকাশিত কবিতা।

সংকলনটিতে জীবনানন্দ দাশের জীবদ্দশায় প্রকাশ হওয়া কবিতার বইগুলির নির্বাচিত কবিতা, নাভানা সংস্করণ ‘শ্রেষ্ঠ কবিতা’র অগ্রন্থিত অংশ, কবির মৃত্যুর পর প্রকাশ পাওয়া কবিতার বই ‘বেলা অবেলা কালবেলা’ থেকে নির্বাচিত কবিতা, প্রকাশিত-অগ্রন্থিত কবিতা এবং বইয়ের সবশেষে বিশাল অংশজুড়ে পাণ্ডুলিপি থেকে গৃহীত কবিতা।

পাণ্ডুলিপি থেকে গৃহীত কবিতার অনেক কবিতাই দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সংকলনে আছে। তার কবিতাগুলি আটচল্লিশটি খাতায় কপি করার পর তিনি খাতাগুলিকে ট্রাংকে রেখে দিয়েছিলেন।

আগের ভুলগুলি সংশোধন করে একটি নির্ভুল পাঠোদ্ধারের উদ্দেশ্যে ভূমেন্দ্র গুহ প্রতিটি রচনার ক্ষেত্রে কলকাতায় অবস্থিত জাতীয় গ্রন্থাগারে সুরক্ষিত মূল পাণ্ডুলিপি অনুসরণ করেছেন। এই রকম পদ্ধতি যে আগের কাজগুলিতে সব জায়গায় সকল সময় অনুসরণ করা হয়নি তার প্রমাণ অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ মূল পাণ্ডুলিপি সর্বত্র অনুসৃত হয়নি, এই কথাটির একটি ভিত্তি আছে বলে মনে হয়। দেখা গেছে, জীবনানন্দের কবিতার সব চেয়ে ভালো যে সংকলনটি আছে, তা হলো দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত। সেইটিতেও কিছু কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে গিয়েছে।

এছাড়া জীবনানন্দ দাশের অন্যান্য কবিতা সংকলনগুলিতেও মুদ্রণপ্রমাদ তো রয়েছেই, এমনকি মূলের সঙ্গে কোনো-কোনো শব্দের সাদৃশ্য নেই। ফলে বহু শব্দ এবং কবিতার ভাব ও অর্থ পাল্টে গেছে। এমতাবস্থায় যেহেতু ভূমেন্দ্র গুহ সম্পাদিত জীবনানন্দ দাশের কবিতার বেঙ্গল পাবলিকেশনসের এই সংকলনটি মূল পাণ্ডুলিপি অনুসারে মূলানুগ পাঠের মধ্য দিয়ে গ্রন্থিত হয়েছে সেহেতু এটিকে আমরা সর্বশেষ নির্ভুল সংকলন বলতে পারি।



Buy this book from:



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *