বেঙ্গল পাবলিকেশন্‌‌স

প্যারিসের কররেখা

Price
470 BDT

Published on
April 2019

Category


দেশহারা অনেক মানুষ ঠাঁই পেয়েছে ফ্রান্সে। তাদের সুখে উদ্বেলিত হৃদয় অকুণ্ঠভাবে ভেবেছে এদেশ তাদের দ্বিতীয় জন্মভূমি- মুক্তির স্বাদে বেঁচে থাকা স্বদেশ। রাজধানী প্যারিসের মতো বিশ্রুত শহর বুঝি এই গোল পৃথিবীর মতো বিশ্রুত শহর বুঝি এই গোল পৃথিবীর আর কোনো দ্রাঘিমায় নেই। একদা ছিল রোম; রেনেসাঁ ক্ষীয়মান হলে প্যারিসই হয়ে গেলে সবচেয়ে মনোরম। বহুকাল হয়, এখানে ক্যাফে’র ব্যপ্ত উঠানে জীবন যে সৌরভে আমোদিত; ফরাসিরা নয় শুধু, শিল্প সৃষ্টির গভীরতর গরজে এ শহরে এসেছেন পৃথিবীর বহু দেশের মানুষ। তাদের মেধা আর মননের রেখায় রচিত হয়েছে প্যারিসের যে মানচিত্র তা-ই লেখক এই সুখ্যাত নগরে দীর্ঘকাল বাস করে পাঠ করেছেন ঘনিষ্ঠ অবলোকন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *