লালন সাঁই: মরমি ও দ্রোহী
Lalon Shai : Moromi O Drohi
Abul Ahsan Chowdhury
লালন নিজেই প্রশ্ন রেখে গেছেন, লালন কী জাত সংসারে? লালনের ‘জাত’ নির্ণয় সহজ নয়। তবে তাঁর বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ চলছে আজও। লালনের স্বরূপ সন্ধানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত আবুল আহসান চৌধুরীর ‘লালন সাঁই: মরমি ও দ্রোহী’।
লালন সাঁই একটি শুভ্র জীবনবাসনার প্রতীক হয়ে আছে আমাদের কাছে, জড়িয়ে আছে আমাদের লোকায়ত বাঙালির মরমি সাধনা, সংগীত ও জীবনের সাথে। এক অনুদার পরিবেশকে অগ্রাহ্য ও অতিক্রম করে একজন আলোকিত মানুষ হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন। শাস্ত্র, ধর্ম, ঈশ্বরের ঊর্ধ্বে উঠে মানুষ ভজন করার দীক্ষা দিয়েছেন। একদিকে তাঁর গান সাধনার ভাষ্য, অপরদিকে সমাজমনের বক্তব্য। আবার সংগীত-দর্শন ও মানবিক উপলব্ধির জন্যে হয়ে উঠেছেন বিশ্বজনের পরম প্রিয়। প্রচলিত সংস্কার ও ধারণার বলয় থেকে বেরিয়ে এসে নতুন চেতনা, উপলব্ধি, তথ্য, ব্যাখ্যা ও ভাষ্যে মুক্তমনের সাধক লালনকে আবিষ্কার ও উপস্থাপিত করার তীব্র প্রয়াস আছে বইটিতে। যত দিন যাচ্ছে লালন ক্রমে আরও বেশি প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় হয়ে উঠছেন। বাঙালিসহ ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যেও গভীর কৌতূহল জেগে উঠছে তাঁকে ঘিরে। এই ক্ষুধা নিবৃত্ত করার একটা উপকরণ হতে পারে এ বই।
সমাজমনস্ক ও ঐতিহ্যসন্ধানী লেখক আবুল আহসান চৌধুরী। লোকসাহিত্য, উনিশ শতকের সমাজ, সাহিত্য, আঞ্চলিক ইতিহাস ও সংগীত-সংস্কৃতি তাঁর চর্চা এবং গবেষণার বিষয়। লালনসহ মীর মশাররফ হোসেন, কাঙাল হরিনাথ বিষয়ে তাঁর গবেষণাকর্ম বেশ সমাদৃত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক, স্নাতোকত্তর ও পিএইচডি সম্পন্ন কর এখন যুক্ত আছেন অধ্যাপনায়। লালন পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন। তবে লালনের প্রতি তাঁর গভীর অনুরাগ ও সে সম্পর্কিত কাজ তাঁকে বিশিষ্ট করেছে। ২০১৭ সালে প্রকাশিত এ বইয়ে তিনি বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে লালনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন।