শিক্ষা বিজ্ঞান ও ভাষা
‘শিক্ষা, বিজ্ঞান ও ভাষা।’ বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত সুব্রত বড়ুয়া রচিত এটি একটি প্রবন্ধের বই। ২০১৫ সালে প্রকাশিত ১০৪ পৃষ্ঠার এই বইটির প্রচ্ছদ করেছেন মামুন কায়সার।
বইটির লেখক সুব্রত বড়ুয়া একজন কথাসাহিত্যিক, গবেষক ও বিজ্ঞান লেখক। তিনি দীর্ঘদিন ধরে কথাসাহিত্যের পাশাপাশি লিখেছেন পাঠ্যপুস্তকসহ অনেক বিজ্ঞানগ্রন্থ ও প্রবন্ধ। তাঁর জন্ম ১৯৪৬ সালে চট্টগ্রামে। তিনি বাংলা একাডেমির একজন অবসরপ্রাপ্ত পরিচালক। মৌলিক ও সম্পাদনা মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় অর্ধশত। তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ অনেক পুরস্কার লাভ করেছেন।
আলোচ্য বইয়ের ভূমিকা থেকে জানা যায়, বইয়ে সংকলিত দশটি প্রবন্ধ বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে লেখা।
বইটির প্রথম প্রবন্ধের শিরোনাম ‘বাংলা ভাষায় উচ্চশিক্ষার বই।’ উক্ত প্রবন্ধে লেখক উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষায় রচিত প্রাপ্ত বইয়ের নানা সমস্যা (যেমন পরিভাষাগত সমস্যা), সমস্যার কারণ ও তার সমাধান কেমন করে হতে পারে, এর স্বল্পতা, স্বল্পতার কারণ ও তার সমাধান কেমন করে হতে পারে ইত্যাকার বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট এবং গুরুত্ববহ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
তারপর বইয়ে আমরা শিক্ষাব্যবস্থার উন্নয়নে পাঠ্যপুস্তকের ভূমিকা, বিজ্ঞান শিক্ষা ও চর্চা, বিজ্ঞানের ইতিহাস প্রসঙ্গ, বিজ্ঞান লেখকের সামাজিক ভূমিকা, বিজ্ঞান চর্চার প্রসঙ্গ ও অনুষঙ্গ, বিজ্ঞানের সহজবোধ্য বই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক গ্রন্থ দিবস, পরিভাষার অতীত ও বর্তমান নিয়ে পেয়ে যাই সুলিখিত আরো নয়টি প্রবন্ধ। বইয়ের রচনাগুলি গবেষণামূলক বা তত্ত্বাশ্রয়ী প্রবন্ধ বলতে যা বোঝায় এগুলি ঠিক সেই ধরনের রচনা নয়। মূলত প্রাথমিক তথ্য বা ভাবনামূলক বক্তব্য উপস্থাপনই এই সব প্রবন্ধের উদ্দেশ্য, যেন উদ্দিষ্ট পাঠকরা তাদের নিজস্ব ভাবনার সঙ্গে লেখকের চিন্তাধারা বা ভাবনাকেও যুক্ত করতে পারেন। শিক্ষা, বিজ্ঞান ও ভাষা মূলত এসব রচনার বিষয় এবং যেহেতু এই তিনটি বিষয় বিশেষভাবে আন্তঃসম্পর্কিত সেজন্য রচনাগুলির মধ্যে হয়তো একধরনের আন্তঃসম্পর্ক খুঁজে পাওয়া যাবে; একই কথার পুনরুক্তিও কোথাও কোথাও ঘটে গেছে বলে মনে হয়। তবে সহজ ভাষায় সাদামাটাভাবে লেখার চেষ্টা করা হয়েছে এইসব রচনা অধিকাংশ ক্ষেত্রে, যাতে লেখকের বক্তব্যের সঙ্গে পাঠকদের ভাবনার একটা সাবলীল যোগসূত্র তৈরি হতে পারে।