হরলাল রায়ের জীবন ও গান
হরলাল রায় জীবনের পথে হাঁটার বোধ তৈরির সময় থেকেই নিবিষ্ট থেকেছেন প্রথমে শ্রোতা হয়ে। তারপর পারিবারিক-সামাজিক দায় পালনের পথ ধরেই অভিভাবক হয়ে উঠেছেন চারপাশের মানুষগুলোর। আর সে পথেই নিজের গ্রাম ছেড়ে কাছাকাছি শহর রংপুর হয়ে শিক্ষা গ্রহণের জন্য পাড়ি জমিয়েছেন কলকাতা। তারপর স্থির হয়েছেন সূদূর নীলফামারীর সুবর্ণখুলি ছেড়ে রাজধানী ঢাকায়। বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠালগ্নে হয়েছেন টেলিভিশন স্টেশন চালনার সারথি, কখনো দোতরাবাদক, কখনো কণ্ঠশিল্পী কখনো সংগীত পরিচালক। আবার কখনো বা সংগীতানুষ্ঠানের সেট নির্মাতা। শিল্পীদের পরম মমতায় বসিয়েছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানগুলোর মঞ্চে। প্রয়োজনে তাৎক্ষণিক গান লেখা, সুর করার কাজও চলেছে পাশাপাশি। এমনিভাবে একসময় দেশের ক্রান্তিলগ্নে যোগ দিয়েছেন মহান মুক্তিযুদ্ধে কণ্ঠযোদ্ধা হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন দেশে নিবিষ্ট হয়েছেন পুরো গান রচনা ও সুর করে নিজের কণ্ঠে এবং ছয় সন্তানকে সঙ্গী করে। অসংখ্য সংগীতশিল্পীর কণ্ঠের মধ্য দিয়ে বিশে^র সুরলোকে এসব কথাই তথ্য-উপাত্ত সহযোগে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে হরলাল রায়ের জীবন ও গান গ্রন্থে।