বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Sthapati Mazharul Islam

স্থপতি মাজহারুল ইসলাম

Price
1200 BDT

Edited by
Abul Hasnat, Robiul Hussain

Published on
October

ISBN
9789849164364


‘স্থপতি মাজহারুল ইসলাম।’ বেঙ্গল পাবলিকেশনস থেকে প্রকাশিত ২৯৬ পৃষ্ঠার এই বইটি মূলত একটি স্মারকগ্রন্থ। বইটি অত্যন্ত যত্নের সঙ্গে সম্পাদনা ও গ্রন্থভুক্ত লেখাগুলি সংকলন করেছেন আবুল হাসনাত। এই কাজে সহযোগী সম্পাদক হিসেবে তাঁকে সহযোগিতা করেছেন রবিউল হুসাইন ও তারিক সুজাত।

মাজহারুল ইসলাম উপমহাদেশের প্রথিতযশা স্থপতিদের মধ্যে অন্যতম। তিনি বাংলাদেশের স্থাপত্যপেশা চর্চার পথিকৃৎ। মুর্শিদাবাদে ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রকৌশলবিদ্যা পড়া শেষ করেন ১৯৪৬ সালে। তিনি একক প্রচেষ্টা, চর্চা ও সাধনায় এদেশের স্থাপত্য বোধে, মননে ও শৈল্পিক গুণাবলিতে সমৃদ্ধ হয়েছে; স্থাপত্যচর্চার প্রসারও ঘটেছে। তাঁর সৃজন-কৌশলে, ভাবনায় ও জিজ্ঞাসায় উদ্বুদ্ধ হয়ে উত্তরকালের স্থপতিরা নিজেদের ক্ষেত্রে নতুন ধারণা তৈরি করেছেন। ষাটের দশকে তিনি গড়ে তোলেন ‘বাস্তুকলাবিদ।’ স্থাপত্যচর্চার এই প্রতিষ্ঠানটি দেশের নানা অঞ্চলে তাঁরই পরিকল্পিত যেসব ভবন নির্মাণ করে, তা হয়ে ওঠে প্রকৃত অর্থেই তাৎপর্যময় ভবন ও শিল্পকর্ম। এই সময়ে বাঙালিত্বের সাধনা ও সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে স্বরূপ-জিজ্ঞাসা যে-জাতীয় চেতনার জন্ম দিয়েছিল স্থপতি মাজহারুল ইসলাম সেখানে এক বৃহৎ ভূমিকা পালন করেন। তাঁর অফিস এবং ঘর হয়ে ওঠে শিল্পী, সাহিত্যিক, রাজনীতিক ও সংস্কৃতিকর্মীদের মিলন ও আশ্রয়ের অন্যতম স্থল। নানা সময়ে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও বন্যাদুর্গতদের সাহায্যার্থে নাগরিকদের পক্ষ থেকে যে সহায়তা ও ত্রাণ তৎপরতা পরিচালিত হয়েছিল তাতে তিনি বড় ভূমিকা পালন করেন। বাঙালির এই জাগরণ ও সহমর্মিতাবোধ এবং সাংস্কৃতিক আন্দোলন মুক্তিযুদ্ধের পথ নির্মাণ করে। এই কৃতবিদ্য মানুষটি দেশের সকল সংকটকালে নিজেকে নিয়োজিত রাখেন।

বইটিতে স্থপতি মাজহারুল ইসলামের জীবন ও কর্মের ওপর লেখা আছে, স্মৃতিচারণমূলক রচনাসহ আরো আছে সাক্ষাৎকার। এইসবে ধরা তাঁর স্থাপত্যভাবনা, দেশচেতনা, কী অঙ্গীকার ছিল, কেমন ছিল তাঁর সৃজন ও ব্যক্তিত্ব এইসব নানা বিষয়। আনিসুজ্জামান, স্ট্যানলি টাইগারম্যান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, রফিকুন নবী, বুলবন ওসমান, আবুল খায়ের, আবুল মনসুর, লুভা নাহিদ চৌধুরী, মতিউর রহমান, আবুল হাসনাত, শাকুর মজিদসহ আরো অনেক গুণীজন, স্থপতি ও মাজহারুল ইসলামের কন্যা ডালিয়া নওশিন প্রমুখ কাছের মানুষের মূল্যায়ন ও স্মৃতিচারণমূলক রচনায় সমৃদ্ধ বইটি। আর সবশেষে এই কথা নিঃসন্দেহে বলা চলে যে, তাঁকে নিয়ে এই অবধি লেখা সবচেয়ে ভালো লেখাগুলির একটি সংকলন হচ্ছে বেঙ্গল পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইটি।



Buy this book from:



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *