
আবু রুশদ সাহিত্য পুরস্কার পেল পাপড়ি রহমানের জীবনঘনিষ্ঠ উপন্যাস ‘নদীধারা আবাসিক এলাকা’
বেঙ্গল পাবলিকেশনস-প্রকাশিত পাপড়ি রহমানের জীবনঘনিষ্ঠ উপন্যাস ‘নদীধারা আবাসিক এলাকা’ লাভ করেছে সম্মানজনক ‘আবু রুশদ সাহিত্য পুরস্কার ২০২১’।
গত ২৯ অক্টোবর ২০২২ তারিখে রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে ঔপন্যাসিকের হাতে পুরস্কার তুলে দেয়া হয় আবু রুশ্দ স্মৃতি পর্ষদের পক্ষ থেকে। এ আয়োজনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান।
বুড়িগঙ্গার কোলঘেঁষে গড়ে উঠেছে রাজধানী ঢাকা। একসময় এই ঢাকাই ছিল মূল শহর, এখন পুরনো ঢাকা নামে পরিচিত। নদীর ওপারে কেরাণীগঞ্জ। এমনিভাবে বুড়িগঙ্গার ঘাটে ঘাটে গড়ে ওঠা জনপদের মানুষের আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-দুর্দশা, আনন্দ-বেদনা, শোষণ-পীড়নের কথা উঠে এসেছে ‘নদীধারা আবাসিক এলাকা’য়। সামাজিক অবস্থান স্পষ্ট করার লক্ষ্যে ঔপন্যাসিক মানুষের জীবনযাত্রার বিস্তৃত বয়ান তুলে এনেছেন এই উপন্যাসে।