বেঙ্গল পাবলিকেশন্‌‌স

মুক্তধারা নিউইয়র্ক আয়োজিত ‘নিউইয়র্ক বাংলা বইমেলা ও বাংলা বইমেলা ও

মুক্তধারা নিউইয়র্ক আয়োজিত ‘নিউইয়র্ক বাংলা বইমেলা ও বাংলাদেশ উৎসব’-এ শ্রেষ্ঠ প্রকাশনা হিসেবে পুরস্কৃত হয়েছে বেঙ্গল পাবলিকেশনস। প্রকাশনা সংস্থা কথাপ্রকাশ ২০১৮ সালে ‘চিত্তরঞ্জন সাহা পুরস্কার’ নামে এ পুরস্কার প্রবর্তন করে। পুরস্কারটির অর্থমূল্য পাঁচশো ডলার।বিষয়বৈচিত্র্য সমৃদ্ধ, সৃজনশীল ও মননশীল প্রকাশনার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। বেঙ্গল পাবলিকেশনসের নির্বাহী পরিচালক আবুল হাসনাতের হাতে পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে গত ১৪ জুন শুরু হওয়া এ বইমেলা ও উৎসব শেষ হয় ১৭ জুন। মেলার স্লোগান ছিল – ‘মননে বই জীবনে বই’।এটি ছিল এই মেলার ২৮তম আসর।

এবার মেলায় বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার প্রদান করা হয় দিলারা হাশেমকে।১৫ জুন বইমেলার মূল মিলনায়তনে এই গুণীজনকে পুরস্কৃত করা হয়।