আবুল হাসনাত-সম্পাদিত ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মারক’ গ্রন্থের জন্য ২০২২ সালের ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ লাভ করেছে বেঙ্গল পাবলিকেশন্স। গ্রন্থের গুণগত মান ও শৈল্পিক বিচারে প্রতিবছর এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। বুধবার ১৬ মার্চ বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় এ পুরস্কার ঘোষণা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এপার-ওপার বাংলার শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের লেখায় নানা দৃষ্টিকোণ থেকে আবিষ্কারের এক অনন্য গ্রন্থ ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মারক’। গ্রন্থটির সম্পাদক আবুল হাসনাত ছিলেন সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলমে’র প্রতিষ্ঠাকালীন সম্পাদক এবং বেঙ্গল পাবলিকেশন্সের নির্বাহী পরিচালক। ২০২০ সালের ১ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
আরো যেসব প্রকাশনা এবার পুরস্কার পেয়েছে : ২০২১ সালে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য আগামী প্রকাশনীকে দেয়া হয়েছে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’। প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য কথাপ্রকাশকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়। এছাড়া জালাল ফিরোজ-রচিত ‘লন্ডনে বঙ্গবন্ধুর একদিন’ গ্রন্থের জন্য জার্নিম্যান বুকসকে দেয়া হয় ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’। আবুল মকসুদ-রচিত ‘নবাব সলিমুল্লাহ ও তাঁর সময়’ গ্রন্থের জন্য প্রথমা প্রকাশনও ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ লাভ করে। নান্দনিক অঙ্গসজ্জার জন্য ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয় নবান্ন, নিমফিয়া পাবলিকেশনস ও পাঠক সমাবেশকে।
‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মারক’ গ্রন্থের জন্য ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ পেল বেঙ্গল পাবলিকেশন্স
