বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Azad Hossain (আজাদ হোসেন)

জন্ম : ৩১ ডিসেম্বর ১৯৭৯ খ্রি. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব পুলিশ সাইন্স ডিগ্রি অর্জন। ঢাকা কমার্স কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু ২০০৬ সালে। ২০০৮ সালে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান। বর্তমানে পুলিশ সুপার হিসেবে কর্মরত। চাকরির সুবাদে ইতালি, সুইজ্যারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, চীন ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ। প্রকাশিত কাব্যগ্রন্থ  : কাব্যগ্রন্থ ‘খোয়াবের খেলা’ ২০২০ সালে ও ‘শূন্যে মিলিব তুমি আমি’ ২০১৮ সালে একুশের বইমেলায় প্রকাশিত হয়।


Books by Azad Hossain (আজাদ হোসেন)