
আনোয়ারা সৈয়দ হক
জন্ম: ৫ নভেম্বর ১৯৪০ তিনি এক বহুমাত্রিক লেখক। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-নিবন্ধ, ভ্রমণকাহিনি, স্মৃতিগদ্য, শিশুকিশোর সাহিত্য, মনোবৈজ্ঞানিক রচনা, সায়েন্স ফিকশন, জেন্ডার ইত্যাদি সকল সাহিত্যক্ষেত্রে তিনি সমান স্বচ্ছন্দ এবং পাঠকপ্রিয়। তাঁর কবিতাগ্রন্থ: মেয়ে হয়েছি বেশ করেছি, কাল খুব কষ্টে ছিলাম, কিছু কি পুড়ে যাচ্ছে কোথাও, আমার শয্যায় এক বালিশ-সতীন, তুমি এক অলৌকিক বাড়িঅলা, তুমি আগে যাবে না আমি, এত রাতে রাস্তায় হেঁটে যায় কে এবং পঞ্চাশ প্রেমের কবিতা। তিনি মরক্কোতে অনুষ্ঠিত আন্তজার্তিক নারী কবিতা উৎসব ২০২২-এ অংশগ্রহণ করেন। তিনি রাষ্ট্রীয় একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আবু রুশদ পুরস্কার, হুমায়ূন আহমেদ পুরস্কার, অনন্যা পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত।