কানন পুরকায়স্থ
ড. কানন পুরকায়স্হ-র জন্ম ১৯৫৮ সালে সিলেট জেলায়। তিনি বাংলাদেশ, থাইল্যান্ড, জাপান, সুইডেন এবং যুক্তরাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন, গবেষণা ও অধ্যাপনা করেছেন। তিনি যুক্তরাজ্যের ব্রিষ্টল বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্যে বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা ও খন্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত। তাছাড়া তিনি Indian Journal of Science Communication এর Advisor এবং Oxford Philosophical Society এর একজন নির্বাহী সদস্য। ইতোমধ্যে প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ গুলোর মধ্যে রয়েছে- বিষয় বিজ্ঞান (১৯৯১), ক্যান্সার (১৯৯২), তৃতীয় বিজ্ঞান (১৯৯৫), বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ (২০১৮)। তা ছাড়া তিনি ডেইলি অবজারভার, ডেইলি সান, কালি ও কলম, কালের কন্ঠ, সংবাদ, জ্ঞান ও বিজ্ঞান (কলকাতা), Environmental Scientist (London), The Review(Oxford) এবং The Philosophy Now ( London) এ বিজ্ঞান ও দর্শন বিষয়ে নিয়মিত লেখেন। বাংলা ও ইংরেজী ভাষায় তাঁর প্রকাশিত প্রবন্ধ, নিবন্ধ ও গবেষণা পত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক।