
ড. প্রতিমা পাল মজুমদার
ড. প্রতিমা পাল মজুমদার ১৯৪৭ সালের পহেলা জুলাই কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা স্বর্গীয় মহিম চন্দ্র পাল এবং মা স্বর্গীয়া পুষ্প রাণী পাল। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেই চাঁদপুর মহিলা কলেজে শিক্ষকতা শুরু করেন তিনি। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশের দাবীতে সোচ্চার হন। একই সময়ে তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ শ্রী স্বদেশ রঞ্জন বোস এবং সমাজবিঞ্জানী শ্রী অনুপম সেন কর্তৃক গৃহীত দু’টি গবেষণাকর্মে যুক্ত হন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে যোগ দেন। পোল্যান্ড সরকারের বৃত্তি নিয়ে পি.এইচ.ডি করেন ১৯৭৮ সালে। ২০১৩ সালে অবসর নিলেও এখনও তিনি নানা দেশি-বিদেশি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করেন। তার গবেষণাকর্মের মধ্যে গৃহকর্মের মূল্যায়ন ও জাতীয় আয়ে এর অবদান, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের গতি প্রকৃতি ও বাধা এবং সহায়ক উৎপাদকগুলি নির্ণয় অন্যতম। এছাড়াও নারীর উন্নয়নে জাতীয় বাজেটের অবদান নিয়েও তার বিস্তৃত গবেষণা আছে। তার প্রকাশিত বইগুলির অধিকাংশই সংখ্যাতাত্ত্বিক গবেষণাধর্মী। এসবের বাইরে প্রথম যে বইটি তিনি লেখেন, সেটির নাম ’ব্যথারে মোর মধুর করি’। জেষ্ঠ্যপুত্র অনিন্দ্য মজুমদার মাত্র ৩১ বৎসর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর এই বইটি তিনি লেখেন। বর্তমান বইটি লেখার মূল অনুপ্রেরণা তার মা। রন্ধনশিল্প নারীর ক্ষমতায়নের একটি শক্তিশালী উৎপাদক - মাকে দেখে শেখা এই বার্তাটি নারীগোষ্ঠীর কাছে এতটুকু পৌঁছালেও লেখিকা নিজেকে সার্থক মনে করবেন।