পাপড়ি রহমান
পাপড়ি রহমান নব্বই দশকের একজন উল্লেখযোগ্য কথাসাহিত্যিক। কথাসাহিত্যের কাজের বাইরেও তাঁর রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সম্পাদনা। তাঁর সম্পাদনায় বাংলাদেশের ছোটগল্প: নব্বইয়ের দশক এবং গবেষণাগ্রন্থ ভাষা শহীদ আবুল বরকত প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩৫ এর অধিক। প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে লিখেছেন ধ্রুপদী ঘরানার উপন্যাস--- তন্মধ্যে উল্লেখযোগ্য বয়ন (২০০৮, ভারতীয় সংস্করণ ২০২১), পালাটিয়া ( ২০১১, ভারতীয় সংস্করণ ২০২০), ও বুড়িগংগা তীরবর্তী জনজীবনের উপন্যাস নদীধারা আবাসিক এলাকা (বেঙ্গল পাবলিকেশন্স)। প্রকাশিত গল্পগ্রন্থ ১১টি--- ধূলিচিত্রিত দৃশ্যাবলি, মামুলি জীবনের জলতরঙ্গ, মৃদুমানুষের মোশন পিকচার, হলদে ফুলের বিকেল, করুণ ক্যাসিনো, একটি পাতার মতো অন্ধকার ইত্যাদি। পাশর্^বতী দেশ ভারতসহ অন্যান্য দেশের বাংলাভাষাভাষী পাঠকের কাছেও তিনি বেশ সমাদরণীয় লেখক। ইতোমধ্যে ভারত থেকে তাঁর বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে অনেক গল্প।