বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

পাপড়ি রহমান

পাপড়ি রহমান নব্বই দশকের একজন উল্লেখযোগ্য কথাসাহিত্যিক। কথাসাহিত্যের কাজের বাইরেও তাঁর রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সম্পাদনা। তাঁর সম্পাদনায় বাংলাদেশের ছোটগল্প: নব্বইয়ের দশক এবং গবেষণাগ্রন্থ ভাষা শহীদ আবুল বরকত প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩৫ এর অধিক। প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে লিখেছেন ধ্রুপদী ঘরানার উপন্যাস--- তন্মধ্যে উল্লেখযোগ্য বয়ন (২০০৮, ভারতীয় সংস্করণ ২০২১), পালাটিয়া ( ২০১১, ভারতীয় সংস্করণ ২০২০), ও বুড়িগংগা তীরবর্তী জনজীবনের উপন্যাস নদীধারা আবাসিক এলাকা (বেঙ্গল পাবলিকেশন্স)। প্রকাশিত গল্পগ্রন্থ ১১টি--- ধূলিচিত্রিত দৃশ্যাবলি, মামুলি জীবনের জলতরঙ্গ, মৃদুমানুষের মোশন পিকচার, হলদে ফুলের বিকেল, করুণ ক্যাসিনো, একটি পাতার মতো অন্ধকার ইত্যাদি। পাশর্^বতী দেশ ভারতসহ অন্যান্য দেশের বাংলাভাষাভাষী পাঠকের কাছেও তিনি বেশ সমাদরণীয় লেখক। ইতোমধ্যে ভারত থেকে তাঁর বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে অনেক গল্প।


Books by পাপড়ি রহমান