বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

ফারুক মাহমুদ

জন্ম ১৭ জুলাই ১৯৫২, কিশোরগঞ্জ জেলার ভৈরব । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর । ছড়া দিয়ে লেখালেখি শুরু । গল্প, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য লিখলেও নিরবছিন্নভাবে কবিতাই লিখছেন । দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন ৷ এখন শুধু লেখালেখিতেই সংশ্লিষ্ট । ২০০৯ সালে প্রথম পেয়েছেন 'সুকুমার রায় সাহিত্য পুরস্কার' । দেশ-বিদেশের অনেক সংখ্যক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন । কবিতায় সামগ্রিক অবদানের জন্য পেয়েছেন 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২' । লেখালেখির কাল-বিবেচনায় ফারুক মাহমুদ সত্তর দশকের কবি হলেও আবহমান বাংলা কবিতার ধারায় তিনি সংযুক্ত হতে পেরেছেন । ফারুক মাহমুদ বিষয়, ভাষা, ছন্দ নিয়ে নীরিক্ষাপ্রবণ কবি । শব্দের নতুন নির্মিতি ও ব্যবহারে তার সহজ-দক্ষতা পাঠকের দৃষ্টি এড়ায় না । কাব্যভাষার মতো ফারুক মাহমুদের গদ্যভাষার বিশিষ্টতাও পাঠকের  গ্রহণযোগ্যতা পেয়েছে ।


Books by ফারুক মাহমুদ