বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

মুনতাসির মামুন

জন্ম ১০ নভেম্বর ১৯৮২ সালে। পড়াশুনা করেছেন ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, নটর ডেম কলেজ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, গাজিপুরে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। ওসান কনর্জাভেন্সি, ব্যন্ফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড ট্যুর-এর বাংলাদেশ সমন্বয়ক। ভ্রমণ, অভিযান এবং পরিবেশ নিয়ে লেখালেখি দুই দশকের বেশি সময় ধরে। পরিবেশ নিয়ে গবেষণা ও গণসচেতনতার জন্য ওয়ার্র্ল্ড ব্যাংকের ‘কানেক্ট ফর ক্লাইমেট’ পুরস্কার, ব্রিটিশ কাউন্সিল-এর ‘ইন্টারন্যাশনাল ক্লাইমেট চ্যাম্পিয়ন’ পুরস্কার, আলোকচিত্রী হিসেবে আইইউসিএন-এর ‘বায়োডায়ভারসিটি ইন ফোকাস’, ইন্টারন্যাশনাল এইডস সোসাইটি পুরস্কার লাভ করেছেন। আজীবন স্কাউট এবং বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভ্য। দেশে এবং বিদেশে আলোকচিত্র প্রদর্শনীর সংখ্যা ছয়টি। প্রকাশিত বই তিনটি। এভারেস্ট (২০০৫), দ্য টার্টেল নেক (২০০৮), পৃথিবীর পথে বাংলাদেশ Ñ সাইকেলে আলাস্কা থেকে টরন্টো (২০২২)।


Books by মুনতাসির মামুন