বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

মুনতাসীর মামুন

অধ্যাপক মুনতাসীর মামুন বাংলাদেশের অগ্রগণ্য লেখক-ঐতিহাসিক। ইতিহাসবিদ হিসেবে তাঁর ব্যাপক পরিচিতির কারণ, বাংলাদেশে তিনিই একমাত্র ইতিহাসবিদ যিনি ইতিহাসকে জনমানসে প্রতিষ্ঠা করার জন্য চার দশক চেষ্টা করে গেছেন, ইতিহাসকে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছেন। তিনি বাংলাদেশের অন্যতম শিশুসাহিত্যিক, পরিচিত গল্পকার, অনুবাদক, শিল্পসমালোচক, জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার এবং মননশীল প্রবন্ধের লেখক। বাংলাদেশে সিভিল সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে অনন্য ভূমিকা রেখেছেন। মুনতাসীর মামুন শুধু লেখক-ইতিহাসবিদ নন, জনবুদ্ধিজীবীর বা পাবলিক ইনটেলেকচুয়ালের স্থান অর্জন করেছেন। শিশুসাহিত্যের জন্য ১৯৬৩ সালে প্রেসিডেন্ট স্বর্ণপদক পুরস্কার, সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ১৯৯২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং গবেষণার জন্য ২০১০ সালে লাভ করেছেন একুশে পদক। চার দশকের অধিক তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপনা করেছেন। ছিলেন ওই বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক। বর্তমানে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক। খুলনায় দক্ষিণ এশিয়ায় প্রথম গণহত্যা জাদুঘর তিনি প্রতিষ্ঠা করেছেন। জাদুঘর ট্রাস্টি বোর্ডের তিনি সভাপতি। বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর তিনি একজন প্রতিষ্ঠাতা।


Books by মুনতাসীর মামুন