বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

রঞ্জনা বিশ্বাস

১০ ডিসেম্বর ১৯৮১ সালে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন । পিতা নির্মল বিশ্বাস ও মা পরিমলা বিশ্বাস। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি। কবিতা ও ফোকলোর তাঁর আগ্রহের বিষয়। কবিতা চর্চার পাশাপাশি ফোকলোরচর্চাকেও তিনি ব্রত হিসেবে নিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য গবেষণাকর্ম ‘রবীন্দ্রনাথ : কাবুলিওয়ালা,সুভা ও দালিয়া’(২০১১), ‘বাংলাদেশের পালকি ও পালকিবাহক: নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক ধারা’ (২০১৫), ‘কিতুবীম: হিব্রু কবিতার সাহিত্যমূল্য’ (২০১৭), ‘বেদে জনগোষ্ঠীর ভাষা উৎস ও তাত্ত্বিক বৈশিষ্ট্য’ (২০১৭), ‘লোকসংস্কৃতিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ (২০১৭) ‘মুক্তিযুদ্ধে খ্রিষ্টান সম্প্রদায়- ১ম খন্ড’ (যৌথ) (২০১৯), ‘বাংলাদেশের লোকধর্ম-১ম খণ্ড’ ( ২০২০), নারী পুরুষ সম্পর্ক: জেনেটিক প্রভাব (২০২১), ‘বাংলাদেশের বেদে জনগোষ্ঠী’ (২০২১) ‘নারীপুনর্বাসনে বঙ্গবন্ধু’( ২০২১), ‘লোকগানে বঙ্গবন্ধু’- সম্পা. (২০২১), ও ‘রবীন্দ্রনাথে খ্রিষ্টদর্শন’ (২০২২) এবং বের হয়েছে বেহুলা বাংলার ৭১ সিরিজের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘বিষ্যুদবারের বারবেলা’ (২০১৭)। গবেষণাকর্মের জন্য তিনি ‘ কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার- ২০১৫’ , ‘ব্র্যাক ব্যাংক- সমকাল হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার- ২০২০’ এবং অনন্যা সাহিত্য পুরস্কার- ১৪২৮ অর্জন করেন।


Books by রঞ্জনা বিশ্বাস

Max-width 100%
Price: 340 BDT