বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

রেপ্লিকা রত্ন

২০০২ সালের ১১ই সেপ্টেম্বর ঢাকা জেলার সাভার পৌরসভার পূর্বরাজাশনে জন্মগ্রহণ করেন। বাবা জর্জ রিন্টু রত্ন। মা রঞ্জনা বিশ্বাস। ২০১৮ সালে এসএসসি এবং ২০২০ সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি আাইসিসিআর স্কলারশিপ নিয়ে দিল্লী ইউনিভার্সিটিতে গণিতে অধ্যায়নরত। অনুবাদ সাহিত্যের প্রতি তার  ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসা থেকে তিনি টেড রেডিওতে প্রচারিত বিখ্যাত বিজ্ঞানী হেলেন ফিশারের একটি সাক্ষাৎকার অনুবাদ করেন। অনুবাদটি পরবর্তীতে ডেইলি বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিও তার প্রবল ঝোঁক রয়েছে। সেই সূত্রে ২০২২ সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম গবেষণা গ্রন্থ সর্বংসহা বঙ্গমাতা। এবার বের হলো পাকিস্তানে আটক বাঙালি ও বঙ্গবন্ধু।


Books by রেপ্লিকা রত্ন