বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

সালেক খোকন

লেখক ও গবেষক। জন্ম ঢাকায়। ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই ঝোঁক সংস্কৃতির প্রতি। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সম্পৃক্ত। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও থিয়েটারের সঙ্গেও। লেখালেখির পাশাপাশি তিনি একজন আলোকচিত্রী। মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজের প্রতিই তাঁর আগ্রহ। তাঁর রচিত যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার অর্জন করে। নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক এবং অনলাইন পত্রিকায়। মুক্তিযুদ্ধবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ: বীরত্বে একাত্তর(কথাপ্রকাশ);, ১৯৭১:বিজয়ের গৌরবগাথা(কথাপ্রকাশ);, ৭১-এর আকরগ্রন্থ (কথাপ্রকাশ); অপরাজেয় একাত্তর (পেন্সিল পাবলিকেশন্স);, ১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য (কথাপ্রকাশ);, ১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা (কথাপ্রকাশ);, ১৯৭১: রক্তমাখা যুদ্ধকথা (সময় প্রকাশন);, ১৯৭১: যাঁদের রক্তে সিক্ত এই মাটি (বেঙ্গল পাবলিকেশন্স);, যুদ্ধাহতের ভাষ্য (কথাপ্রকাশ);, রক্তে রাঙা একাত্তর (পাঞ্জেরী পাবলিকেশন্স)। ওয়েবসাইট : www.salekkhokon.net ই-মেইল : contact@ salekkhokon.net ফেসবুক পেজ : facebook.com/salekkhokon.author ইউটিউব চ্যানেল : youtube.com/c/SalekKhokon salek khokon অ্যাপ : অ্যানড্রোয়েড ফোনে গুগল প্লেস্টোর থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করুন।


Books by সালেক খোকন