সৈয়দ মোহাম্মদ শাহেদ
সৈয়দ মোহাম্মদ শাহেদের আগ্রহের একটি বড় ক্ষেত্র বাংলা লোকসাহিত্য এবং সেই সুবাদে ফোকলোরও। তাঁর পিএইচডি অভিসন্দর্ভ বাংলা ছড়ায় বাঙালি সমাজ ও সংস্কৃতি এবং পোস্ট-ডকটরেল অভিসন্দর্ভ Comparative Study in Oral Tradition-এ এই সম্পৃক্তি চিহ্ন আছে। লোকসংস্কৃতির হারিয়ে যাওয়া একটি ধারা কবিগান নিয়ে তাঁর আগ্রহের প্রকাশ কবিয়াল রমেশ শীল ও কবিয়াল ফণী বড়ুয়ার গানের সংগ্রহে। ঢাকা শহরের ভিখারিদের গানের সংগ্রহ সৈয়দ শাহেদের ফোকলোর চর্চার আর একটি উদ্ভাস। ডক্টর শাহেদের জন্ম ১৯৫২ সালে। পেশাজীবনের বড় সময় কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনায়। সেখানে দীর্ঘদিন লোকসাহিত্য ও ফোকলোর বিষয়ে পাঠদান করেছেন। জাপানে চর্চা করেছেন ফোকলোরের সে-সময়ের সাম্প্রতিক প্রবণতা নিয়ে। বাংলা একাডেমির সে-সময়ের সাম্প্রতিক প্রবণতা নিয়ে। বাংলা একাডেমির মহাপরিচালক থাকাকালে একাডেমির ফোকলোর-সংগ্রহ সংরক্ষণ ও প্রকাশনায় নিয়েছিলেন বিশেষ উদ্যোগ। বর্তমানে তিনি সংস্কৃতিপ্রবণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।