নজরুল ইসলাম
নজরুল ইসলাম সুপরিচিত শিল্পসমালোচক, তিনি ষাটের দশক থেকেই শিল্পকলার ওপর লিখছেন। এ বিষয় নিয়ে তার লেখা বই বাংলাদেশ শিল্পকলা একাডেমী, জাতীয় জাদুঘর, পাঠক সমাবেশ ও একাডেমিক প্রেস এ্যান্ড পাবলিশার্স লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে। বেঙ্গল পাবলিকেশন্সের পত্রিকা কালি ও কলম ও শিল্প ও শিল্পী ও বিভিন্ন সংকলনে তার লেখা প্রকাশিত হয়েছে। বাংলা ও ইংরেজি দু’ভাষায় লিখছেন। নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ইমেরিটাস প্রফেসর। তিনি বিদেশেও শিক্ষকতা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (২০০৭-২০১১) ছিলেন। খ্যাতিমান নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম, নগর গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা (১৯১২) ও বর্তমান সাম্মানিক সভাপতি। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি, বাংলা একাডেমি ও এশিয়াটিক সোসাইটির সম্মানিত ফেলো।
