বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

ফয়জুল লতিফ চৌধুরী

অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী (১৯৫৯) বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এবং বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিকিন ইউনিভার্সিটি, মনাশ ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ অধ্যয়ন করেছেন। তিনি ঔপন্যাসিক, সাহিত্য-সমালোচক ও অর্থনীতিবিদ। জীবনানন্দ দাশের কবিতা ও অন্যান্য রচনা নিয়ে তিন দশকের বেশি সময় ধরে একাগ্রচিত্তে নানাবিধ কাজ করে চলেছেন, যার মধ্যে জীবনানন্দের পাণ্ডুলিপি-পাঠ অন্যতম। ‘প্রশ্নোত্তর কেন্দ্র’ তাঁর চতুর্থ উপন্যাস। দুর্নীতির প্রবৃত্তি ও কৃৎকৌশল তাঁর গবেষণার অন্যতম বিষয়। তাঁর লেখা করাপট্ ব্যুরোক্র্যাসি অ্যান্ড প্রাইভেটাইজেশন অফ ট্যাক্স ইনফোর্সমেন্ট দুর্নীতির অর্থনৈতিক ব্যাখ্যাসংবলিত বহুলপঠিত মৌলিক গ্রন্থ। সম্প্রতি তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কালপঞ্জি রচনায় প্রবৃত্ত রয়েছেন।


Books by ফয়জুল লতিফ চৌধুরী