ফয়জুল লতিফ চৌধুরী
অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী (১৯৫৯) বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এবং বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিকিন ইউনিভার্সিটি, মনাশ ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ অধ্যয়ন করেছেন। তিনি ঔপন্যাসিক, সাহিত্য-সমালোচক ও অর্থনীতিবিদ। জীবনানন্দ দাশের কবিতা ও অন্যান্য রচনা নিয়ে তিন দশকের বেশি সময় ধরে একাগ্রচিত্তে নানাবিধ কাজ করে চলেছেন, যার মধ্যে জীবনানন্দের পাণ্ডুলিপি-পাঠ অন্যতম। ‘প্রশ্নোত্তর কেন্দ্র’ তাঁর চতুর্থ উপন্যাস। দুর্নীতির প্রবৃত্তি ও কৃৎকৌশল তাঁর গবেষণার অন্যতম বিষয়। তাঁর লেখা করাপট্ ব্যুরোক্র্যাসি অ্যান্ড প্রাইভেটাইজেশন অফ ট্যাক্স ইনফোর্সমেন্ট দুর্নীতির অর্থনৈতিক ব্যাখ্যাসংবলিত বহুলপঠিত মৌলিক গ্রন্থ। সম্প্রতি তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কালপঞ্জি রচনায় প্রবৃত্ত রয়েছেন।
