বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

মো. আজিজুর রহমান লস্‌কর

সিলেটে ১৯৪৯ সালে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে এমএসসি। প্রথমে মৌলভীবাজার কলেজে এবং পরে নাইজেরিয়ায় দীর্ঘদিন অধ্যাপনা করেন। সিলেটে এম সি কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে অবসরগ্রহণ। বর্তমানে কানাডা প্রবাসী। তাঁর আঁকা ছবি নিয়ে মৌলভীবাজারে ও সিলেটে প্রদর্শনী আয়োজিত হয়েছে। প্রকাশিত গ্রন্থ নাইজেরিয়ার দিনগুলো, ২০০০; ইউরোপের এখানে ওখানে, ২০০৮; প্রকৃতি, বিজ্ঞান ও ধর্ম, ২০১১; God, Science and Religion, ২০১৪; Nature : Concept of the Creator, Science and Religion, ২০১৮; শিলচর ভ্রমণের স্মৃতি, ২০১৯; স্রষ্টা, বিজ্ঞান ও ধর্ম, ২০১৯। পুরস্কার : জাতিসংঘ আয়োজিত চিত্র প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কার (১৯৮২); শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে বাংলাদেশ সরকারের স্বর্ণপদকসহ (২০০৪) শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নানা পুরস্কার ও সম্মাননা।


Books by মো. আজিজুর রহমান লস্‌কর