
Abanindranath Tagore
রবীন্দ্রনাথের স্নেহধন্য ভ্রাতুষ্পুত্র ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ছবি এঁকে ভারতীয় চিত্রকলায় নতুন এক ধারা সৃষ্টি করেছিলেন তিনি। শুধু ভারতবর্ষ নয়, ছবির শৈলী ও বিষয়ের জন্য তাঁর সুনাম ছড়িয়ে পড়েছিল পৃথিবীর নানা প্রান্তে। অবনীন্দ্রনাথ শিশু-কিশোরদের জন্য যখন গল্প লিখতে শুরু করেন তা বাংলা সাহিত্যে হয়ে ওঠে নানাদিক থেকে তাৎপর্যময়। শিশু-কিশোরদের হৃদয় ও মনে তাঁর লেখা খুব প্রভাব ফেলে। তিনি হয়ে ওঠেন তাদের মনের দিগন্তকে প্রসারিত করবার এক আশ্চর্য কথক। শিশু-কিশোরদের জন্য রচিত তাঁর গল্পে এমন এক আদল আছে, যা পাঠ করে শিশু-কিশোররা ভিন্ন এক জগতে প্রবেশ করে। এই জগৎ যেন-বা ছবির জগৎ। হয়তো এ-কারণেই বলা হতো অবনঠাকুর ছবি লিখতেন। এই গ্রন্থে ধরা রইল কথক অবনীন্দ্রনাথ ঠাকুরের কিশোরদের জন্যে রচিত সরল অথচ সুন্দর গল্প বলার আশ্চর্য ধরন। বাংলা সাহিত্যে অবনীন্দ্রনাথের গল্প অনন্য।