বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Abanindranath Tagore

রবীন্দ্রনাথের স্নেহধন্য ভ্রাতুষ্পুত্র ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ছবি এঁকে ভারতীয় চিত্রকলায় নতুন এক ধারা সৃষ্টি করেছিলেন তিনি। শুধু ভারতবর্ষ নয়, ছবির শৈলী ও বিষয়ের জন্য তাঁর সুনাম ছড়িয়ে পড়েছিল পৃথিবীর নানা প্রান্তে। অবনীন্দ্রনাথ শিশু-কিশোরদের জন্য যখন গল্প লিখতে শুরু করেন তা বাংলা সাহিত্যে হয়ে ওঠে নানাদিক থেকে তাৎপর্যময়। শিশু-কিশোরদের হৃদয় ও মনে তাঁর লেখা খুব প্রভাব ফেলে। তিনি হয়ে ওঠেন তাদের মনের দিগন্তকে প্রসারিত করবার এক আশ্চর্য কথক। শিশু-কিশোরদের জন্য রচিত তাঁর গল্পে এমন এক আদল আছে, যা পাঠ করে শিশু-কিশোররা ভিন্ন এক জগতে প্রবেশ করে। এই জগৎ যেন-বা ছবির জগৎ। হয়তো এ-কারণেই বলা হতো অবনঠাকুর ছবি লিখতেন। এই গ্রন্থে ধরা রইল কথক অবনীন্দ্রনাথ ঠাকুরের কিশোরদের জন্যে রচিত সরল অথচ সুন্দর গল্প বলার আশ্চর্য ধরন। বাংলা সাহিত্যে অবনীন্দ্রনাথের গল্প অনন্য।


Books by Abanindranath Tagore