বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Abul Ahsan Chowdhury

আবুল আহসান চৌধুরী মননসাহিত্যের এক সব্যসাচী লেখক। সমাজমনস্ক ও ঐতিহ্যসন্ধানী। তাঁর চর্চা ও গবেষণার প্রধান বিষয় ফোকলোর, উনিশ শতকের সমাজ ও সাহিত্য, সাময়িকপত্র, আধুনিক সাহিত্য, আঞ্চলিক ইতিহাস ও সংগীত-সংস্কৃতি। অনুসন্ধিৎসু এই গবেষক সাহিত্যের নানা দুষ্প্রাপ্য ও বিলুপ্তপ্রায় উপকরণ সংগ্রহ করে তাঁর রচনায় ব্যবহার করেছেন। বিশেষ করে তাঁর লালন সাঁই, কাঙাল হরিনাথ ও মীর মশাররফ হোসেন-বিষয়ক গবেষণা-কাজ দেশে-বিদেশে সমাদর পেয়েছে। সংগ্রহ-সংকলন-সম্পাদনা করেছেন সাহিত্যসেবীদের মূল্যবান পত্র, দুষ্প্রাপ্য গ্রন্থ ও রচনাবলি। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭৫। এর মধ্যে আছে সংগীত ও সংগীত-অনুষঙ্গী মৌলিক ও সম্পাদিত বেশকিছু বই : লালন সাঁই, লালনসমগ্র, রবীন্দ্রনাথ-সংগৃহীত লালনের গানের পা-ুলিপি, হাসন রাজার গান, প্রসঙ্গ হাসন রাজা, পাগলা কানাই : লোকায়ত জীবনের ভাষ্যকার, সঙ্গীত লহরী (মীর মশাররফ হোসেন রচিত), সুরের চারণ আব্বাসউদ্দীন, বিস্মৃত সুরশিল্পী কে. মলিক : অপ্রকাশিত আত্মকথা। আবুল আহসান চৌধুরীর জন্ম কুষ্টিয়ার মজমপুরে, ১৩ জানুয়ারি ১৯৫৩। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও পিএইচডি। প্রায় চৌত্রিশ বছর অধ্যাপনা-পেশায় যুক্ত। বর্তমানে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর। সাহিত্যচর্চার জন্যে দেশ-বিদেশের নানা সারস্বত প্রতিষ্ঠানের সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন। তার মধ্যে উলেখযোগ্য Ñ লালন পুরস্কার (পশ্চিমবঙ্গ রাজ্য লালনমেলা সমিতি, ২০০০), বঙ্গীয় সাহিত্য পরিষদ পুরস্কার (কলকাতা, ২০০৮), মীর মশাররফ হোসেন পদক(কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা পরিষদ, ২০১২)। গবেষণাকর্মে অবদানের জন্যে অর্জন করেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০০৯)।


Books by Abul Ahsan Chowdhury