বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Abul Kashem

আবুল কাসেম ১ জুলাই ১৯৫৫-তে কুমিল্লা সদর উপজেলার ঝাঁকুনিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বাংলায় সম্মান এবং গবেষণা বিভাগে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সরকারি কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তী সময়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন এবং বর্ণাঢ্য কর্মজীবন শেষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে চাকরিজীবন শেষ করেন। বর্তমানে তিনি জনতা ব্যাংক লিমিটেডের একজন পরিচালক। ছাত্রাবস্থা থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত। দেশ-বিদেশের পত্রপত্রিকায় তাঁর লেখা ছাপা হয়। গবেষণা ও সমালোচনা-সাহিত্যে তাঁর অবদান রয়েছে। তবে কথাসাহিত্যেই তাঁর বিচরণ বেশি। এখানে তিনি অতীত ইতিহাসের অমিয় উপাদানের সন্ধান করেছেন, সমৃদ্ধ করেছেন ইতিহাস-আশ্রয়ী বাংলা সাহিত্যকে। ক্যাপ্টেন কক্স, অজেয়, সরহপা, অতীশ, পূর্বদিগন্তে, মিশিমার সুইসাইড নোট, অনার্যজন, দু’ভূলোক প্রভৃতি উপন্যাসের পাশাপাশি রয়েছে মুক্তিযুদ্ধের দুটি গল্পগ্রন্থ এবং মুক্তিযুদ্ধসহ কয়েকটি আঞ্চলিক ইতিহাস। তাঁর গবেষণায় ভাষা আন্দোলন ছাড়াও সমকালীন বিশ্বসাহিত্যের গভীরতর এবং অগ্রসর চিন্তা যেমন Ñ অস্তিত্ববাদ, পরাবাস্তববাদ, অ্যাবসার্ডিটি, চেতনাপ্রবাহরীতি প্রভৃতির সংশ্লেষ রয়েছে। তাঁর চা-বিষয়ক বইগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। মহাস্থানলিপিকে প্রাচীন ব্যাংকিং (ঋণ) দলিল হিসেবে বিশ্ব ঐতিহ্যের (ওয়ার্ল্ড হেরিটেজ) অন্তর্ভুক্ত করার দৃষ্টি আকর্ষণের কৃতিত্ব তাঁর। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৮। তিনি বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।


Books by Abul Kashem