বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Ali Ahmed

জন্ম ১৯৪৮ সালের আগস্ট মাসে বরিশালের বানারিপাড়া উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ বিএ ও একই বিষয়ে এমএ পাশ করার পর কিছুকাল শিক্ষকতা করেন। পরে বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢোকেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে অবসর গ্রহণ করেন। সাহিত্যের প্রতি তাঁর ভালোবাসা শৈশবকাল থেকেই। স্কুলে পড়ার সময়ই ঢাকা থেকে প্রকাশিত একাধিক পত্রিকায় তাঁর লেখা ছাপা হয়। কয়েক দশক ধরেই বিশ্বসাহিত্যের অঙ্গনে তাঁর পদচারণা। মিশরীয় নোবেলজয়ী সাহিত্যিক নগিব মাহফুজের একাধিক উপন্যাস তিনি বাংলায় অনুবাদ করে প্রকাশ করেছেন। এছাড়া, বিশ্বসাহিত্যের যেসব উজ্জ্বল নক্ষত্রের বই তিনি বাংলায় অনুবাদ করেছেন তাঁদের কয়েকজন হলেন Ñ কলম্বিয়ার গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, জাপানের ইয়াসুনারি কাওয়াবাতা ও কেনযাবুরো ওয়ে, নাইজেরিয়ার ওলে সোয়িংকা, রাশিয়ার ইভান তুর্গেনেভ, ক্যারিবীয় অঞ্চলের সেন্ট লুসিয়ার ডেরেক ওয়ালকট, স্পেনের কামিলো হোসে সেলা। এছাড়া, ছোটগল্প অনুবাদ করেছেন অনেকের। তিনি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন। এরূপ উল্লেখযোগ্য দু-একখানি বই হলো - হাসান আজিজুল হকের বিখ্যাত উপন্যাস আগুনপাখির ইংরেজি The Firebird ও শিশু একাডেমী থেকে প্রকাশিত The Father of the Nation : His Life and Achievements. তিনি বিভিন্ন সময়ে বিশ্বসাহিত্যের অত্যন্ত উল্লেখযোগ্য অনেক লেখক ও কবিদের নিয়ে, কখনো কখনো বা তাঁদের কোনো বই নিয়ে, নিবন্ধ লিখেছেন। তাঁর কলম এখনো সচল ও সৃজনশীল। বর্তমানে তিনি বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।


Books by Ali Ahmed