বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Anwara Syed Haq

জন্ম : ৫ নভেম্বর ১৯৪০, যশোর। একজন খ্যাতনামা কথাসাহিত্যিক ও বহুমাত্রিক লেখক। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-গবেষণা, ভ্রমণকাহিনি, শিশু-কিশোর সাহিত্য, নারীবিষয়ক এবং মনস্তত্ত্বমূলক রচনায় অনন্যতার পরিচয় দিয়েছেন। তাঁর রচনা ইংরেজিসহ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত রয়েছে তাঁর কিছু লেখা। উল্লেখযোগ্য উপন্যাস : তৃষিতা, সোনার হরিণ, সেই প্রেম সেই সময়, বাজিকর, জলনুড়ি, তারাবাজি, হাতছানি, উদয় মিনাকে চায়, অস্থিরতার কাল ভালোবাসার সময়, ভালোবাসার লাল পিঁপড়ে, বাড়ি ও বনিতা, কার্নিশে ঝুলন্ত গোলাপ, নিঃশব্দতার ভাঙচুর, সেইসব দিন, ঘুম, আহত জীবন, দুই রমণী, ব্যবহৃতা, নখ, সন্দেহ, ঘুমন্ত খেলোয়াড়, রুপালি স্রোত, গুজরিপঞ্চম, চেমনআরার বাড়ি। পুরস্কার ও সম্মাননা : রাষ্ট্রীয় একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কার, অনন্যা শীর্ষদশ পুরস্কার, পদক্ষেপ পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার, ব্যাংক সাহিত্য পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, চাঁদের হাট পুরস্কার, ইউরো সাহিত্য পুরস্কার।


Books by Anwara Syed Haq