
Badrun Nahar
জন্ম : ২২ আগস্ট ১৯৭৭, ফরিদপুর। তিনি অর্থনীতিতে øাতক এবং øাতকোত্তর সম্পন্ন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম.ফিল ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে পিএইচডি গবেষণারত। সাংবাদিকতা দিয়ে কর্মজীবনের শুরু। কাজ করেছেন দৈনিক আমাদের সময় এবং দৈনিক সমকাল পত্রিকায়। লেখক হিসেবে কর্মরত ছিলেন টিভি শো ‘সিসিমপুর’-এ। তিনি ছোটগল্পের জন্য নির্ণয় সাহিত্য পদক ২০১১-১২ লাভ করেন। বৃহস্পতিবার বইটির জন্য ব্রাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৩ লাভ করেছেন।