
Ferdous Ara Alim
নোয়াখালী জেলার হরিনারায়ণপুর গ্রামে ফেরদৌস আরা আলীমের জন্ম। বাবা মোহাম্মদ এবাদ উল্লাহ ও মা গুলে আফরোজ; দুজনেই প্রয়াত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পড়াশোনা করেছেন এবং পেশাগত জীবনে অধ্যাপনা করেছেন। গল্প-কবিতা লেখেন তিনি। কিছু অনুবাদের কাজ করেছেন। চিন্তাসাহিত্যে আগ্রহী এই লেখক চট্টগ্রামের স্থানীয় দৈনিক পত্রিকায় পরিচিত কলাম-লেখক। চট্টগ্রামের শিল্প-সাহিত ও সংস্কৃতি জগতের সঙ্গে তিনি নানাভাবে সম্পৃক্ত।