
Hamid Kaiser
হামিদ কায়সার ১৯৬৬ সালের ১৪ নভেম্বর ঢাকায় জন্ম গ্রহণ করেন। বাবা আবদুররহমান ও মা হামিদা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এম এ। সাপ্তাহিক সচিত্র সন্ধানের মাধ্যমে কর্ম জীবন শুরু। পরে বিজ্ঞাপনী সংস্থার সাথে জরিয়ে পড়েন। স্বপ্ন ছিলো কবি হবার। বিশ একুশ বছর বয়সে আকস্মিকভাবেই লিখেন একটি গল্প। তা ছাপা হয় দৈনিক বাংলা পত্রিকায়। সেই থেকে ছোট গল্পের জগতে বিচরণ।