
Jesmin Buly
জন্ম : ৫ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে নীলফামারী জেলা সৈয়দপুরের কুন্দল গ্রামে। পিতা : মোঃ জসির উদ্দীন, মাতা : মোছাম্মৎ রহিমা খাতুন। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ইডেন মহিলা কলেজ, ঢাকা। পিএইচডি বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ মিরপুর গার্লস আইডিয়াল কলেজ ও শিক্ষক লোকসঙ্গীত বিভাগ, ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন। প্রকাশিত গ্রন্থ : মহেশচন্দ্র রায়ের গান, ভাওয়াইয়া শিল্পী মহেশচন্দ্র রায় : জীবন ও গান, একেএম আব্দুল আজিজের জীবন ও গান।