
Jyoti Prakash Dutta
এদেশের সাহিত্য নিয়ে যে-কোনো বিবেচনার ক্ষেত্রেই অনিবার্যভাবে যাঁদের নাম উঠে আসবে, জ্যোতিপ্রকাশ দত্ত তাঁদের অন্যতম। অন্যতমই শুধু নন, ব্যতিক্রমীও। সমগ্র বাংলা সাহিত্যের বিচারেই। জ্যোতিপ্রকাশ দত্তর জন্ম ১৯৩৯ সালে কুষ্টিয়ার আমলাবাড়িতে, মাতুলালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর সাংবাদিকতা বিভাগ থেকে ডিপ্লোমাও অর্জন করেন। ১৯৬৯-এ উচ্চশিক্ষার্থে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সেখানেই গণযোগাযোগে এমএস ও সাংবাদিকতায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরু ঢাকায়, বাংলা একাডেমিতে। সেখান থেকে যান বাংলাদেশ অবজারভারে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও জনসংযোগ/ সম্পাদনার পেশায় কেটেছে দীর্ঘকাল। শেষের আট বছর বিশ্ববিখ্যাত প্রকাশক জন ওয়াইলি অ্যান্ড সন্স পাবলিশার্সে। আটাশ বছর বিদেশবাসের পর দেশে ফিরে বাংলাদেশের অন্যতম বৃহৎ এনজিও ‘প্রশিকা’র তথ্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগেও খ-কালীন প্রফেসর ছিলেন, একই সঙ্গে। বাংলা ছোটগল্পে অবদানের জন্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন তিনি সাহিত্যসাধনার প্রথম জীবনেই প্রায় (১৯৭১)। ভাষা ও সাহিত্যে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক পেলেন ২০১৬ সালে।