বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Kaiser Chowdhury

জন্ম ১৯৪৯ সালের ১৫ নভেম্বর, পুরনো ঢাকার মাহুতটুলির নানাবাড়িতে। বাবা আমিনুল হক চৌধুরী, মা নূর আক্তার বানু। খুলনার মিসেস ডি বেইলস্ প্রাইভেট ইংলিশ ডে স্কুল, ঢাকার গেণ্ডারিয়া ও মুসলিম হাই স্কুল, সেন্ট ফ্রান্সিস, সেন্ট গ্রেগরিজ এবং আরো তিনটে স্কুলের উঠোন পেরিয়ে অবশেষে আহমেদ বাওয়ানী একাডেমি থেকে এসএসসি পাশ করেন ১৯৬৭ সালে। নটর ডেম কলেজের গণ্ডি পেরিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (১৯৭২) ও স্নাতকোত্তর (১৯৭৩) ডিগ্রি লাভের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি। শিল্পসাহিত্যের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও গভীর উৎসাহ তাঁর। লাতিন আমেরিকান ও প্রতিবাদী চলচ্চিত্র-সম্পর্কিত কিছু প্রবন্ধ বাংলাদেশ চলচ্চিত্র সংসদ প্রকাশিত ধ্র“পদী ও চলচ্চিত্রপত্রে প্রকাশিত হয়েছে। এই রচনাগুলো বাদ দিলে অবশিষ্ট যা থাকে, তার পুরোটাই শিশুতোষ রচনা এবং এই রচনার জন্যই পুরস্কৃত হয়েছেন বহুবার - অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী স্বর্ণপদক, কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার, ছোটদের কাগজ শিশুসাহিত্য পুরস্কার ইত্যাদি। সাম্প্রতিককালে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে সম্মানজনক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারেও ভূষিত হয়েছেন। স্ত্রী সাথী, পুত্র ফারদীন ও কন্যা মায়িশাকে ঘিরে ঢাকার উত্তরায় ‘স্বর্লোক’-এ রচিত হয়েছে তাঁর নিজস্ব নিবাস।


Books by Kaiser Chowdhury