বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Manju Sarkar

মঞ্জু সরকারের জন্ম ১ সেপ্টেম্বর, ১৯৫৩, রংপুরে। ১৯৮২-তে প্রথম গল্পগ্রন্থ অবিনাশী আয়োজন প্রকাশের পর পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেন, লাভ করেন ব্যাংক সাহিত্য পুরস্কার। সেই থেকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত সমাজসচেতন এই লেখকের নিরন্তর লেখালেখির ফসল অর্ধশতাধিক গ্রন্থ। কথাসাহিত্যে অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমী, ফিলিপস ও আলাওল সাহিত্য পুরস্কার। ছোটদের বইয়ের জন্য পেয়েছেন দুবার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। ২০০৬ সালে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রামে’ নির্বাচিত লেখক হিসেবে অংশ নেন। সরকারি চাকরি ছেড়ে দিয়ে দশ বছর দুটি জাতীয় দৈনিকে সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে সার্বক্ষণিক লেখালেখি নিয়ে ব্যস্ত, বেশিরভাগ সময় কাটান রংপুরের নিভৃত গ্রামে।


Books by Manju Sarkar