
Maruful Islam
মারুফুল ইসলামের জন্ম ১৯৬৩-র ২৯শে মার্চ ব্রাহ্মণবাড়িয়ায়। বাবা রফিকুল ইসলাম, মা আনোয়ারা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার। পিএইচডি অর্থনীতিতে। শিক্ষাজীবনে কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি পুরস্কার ১৯৮৬। কিছুকাল শিক্ষকতা ঢাকা সিটি কলেজে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান। ২০১৫-য় ইস্তফা। লেখালেখি শুরু ১৯৮১ থেকে : কবিতা, গান, ছড়া, প্রবন্ধ ও সমালোচনা। ভ্রমণ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকায়। পছন্দ গান, বই, চলচ্চিত্র আর আড্ডা। কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭। ছড়ায় অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার ১৪২৩। স্ত্রী রিয়া মারুফ, পুত্র আভাস ও রিশাদ এবং কন্যা মূর্ছনা। Maruful Islam, an author, poet, song writer, essayist, and retired government servant of Bangladesh Customs. For a brief period, he taught in the department of Bengali Language and Literature, University of Dhaka. In 1986 he was awarded with 'Special president Award' for excellent academic results from the department of Bengali Language and Literature, University of Dhaka. Being a travel enthusiastic, Maruf has travelled far and wide, around the world including --- India, America, France, Netherland, Spain, Germany, Italy, Sweden, Denmark, Switzerland, Hungary, Japan,China,South Africa,Vietnam and many more.