বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Mohibul Aziz

মহীবুল আজিজ জন্ম ১৯ এপ্রিল ১৯৬২, নড়াইল, যশোর। পিতা : মোহাম্মদ আজিজউল্লাহ, মাতা : জোহরা কোহিনূর। পিতার আদিনিবাস লক্ষ্মীপুর। বর্তমানে চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। গল্প-উপন্যাস-কাব্য-প্রবন্ধ-গবেষণা-অনুবাদ ইত্যাদি মিলিয়ে তাঁর চল্লিশের অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাড়ব এবং যোদ্ধাজোড় তাঁর দুটি উপন্যাস। উল্লেখযোগ্য গল্পগ্রন্থ গ্রাম উন্নয়ন কমপ্লেক্স ও নবিতুনের ভাগ্যচাঁদ, দুগ্ধগঞ্জ, মুক্তিযুদ্ধের গল্প এবং তপন শীল ও তার বিবাহ প্রকল্প; কাব্যগ্রন্থ সান্তিয়াগো’র মাছ, পৃথিবীর সমস্ত সকাল, ট্যারানটেলা এবং হৃদয় বর্ণের কবিতাগুচ্ছ; প্রবন্ধ-গ্রন্থ সৃজনশীলতার সংকট ও অন্যান্য বিবেচনা, অস্তিত্বের সমস্যা এবং লেখালেখি এবং উপনিবেশ-বিরোধিতার সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ। হাসান আজিজুল হককে নিয়ে লেখা তাঁর গবেষণা-অভিসন্দর্ভ গ্রন্থাকারে প্রকাশিত হয় হাসান আজিজুল হক : রাঢ়বঙ্গের উত্তরাধিকার শিরোনামে। বাংলাদেশের খ্যাতিমান সমাজবিজ্ঞানী অনুপম সেনের তত্ত্বাবধানে রচিত তাঁর পিএইচ-ডি গবেষণার গ্রন্থবদ্ধ শিরোনাম বাংলাদেশের উপন্যাসে গ্রামীণ নিম্নবর্গ। নোবেল-বিজয়ী পোলিশ-মার্কিন ঔপন্যাসিক আইজাক বাশেভিস সিঙ্গারের শোশা উপন্যাসটি তিনি বাংলায় অনুবাদ করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক এবং সভাপতি হিসেবে কর্মরত।


Books by Mohibul Aziz