Momotaj Latif
মমতাজ লতিফ ১৯৪৫ সালের ৬ ফেব্রুয়ারি পিতা সাহিত্যিক আবুল ফজল ও মা নারীনেত্রী উমরতুল ফজলের চতুর্থ সন্তান ও একমাত্র কন্যা হিসিবে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন এবং শুরু থেকেই পাকিস্তানি শোষণের প্রতিবাদে রাজপথের ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ করেন। পরে তিনি পেশাগত উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন এডিনবরা থেকে। বর্তমানে তিনি ‘৭১-এর ঘাতক-দালাল নির্মূল কমিটিতে একজন কেন্দ্রীয় নেত্রী হিসেবে সক্রিয় আছেন। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা, পরে শিক্ষাক্রম বিশেষজ্ঞ হিসেবে টেক্সট বুক বোর্ডে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রকল্পে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। পরে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন এবং একসময় ইউনিসেফের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে শিশুর বিকাশ বিষয়ে কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন। শিক্ষকতা শুরুর সময় সদ্য স্বাধীন দেশে বাংলা মাধ্যমে সমাজবিজ্ঞান পাঠদানের সমস্যা সমাধানের উদ্দেশ্যে তাঁর প্রথম বই সমাজবিজ্ঞানের রূপরেখা লেখেন। এরপর শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরির জন্য লেখেন যাদুকর, সূর্য রাজার রাজ্যে, গল্পের একদিন ও ঠিক ঘণ্টায় ঘা দাও নামের কটি ছোট বই। এরপর শিশু-যতœ ও বিকাশ বিষয়ে বাবা, মা ও শিক্ষকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রচনা করেন শিশুর মন ও শিক্ষা। উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে লেখেন একটি বই। তাঁর রাজনৈতিক কলামের সংকলন সত্য যে কঠিন বের হয় ২০১১ সালে। অতি সম্প্রতি তাঁর শিক্ষা সংক্রান্ত প্রবন্ধ-কলামের সংকলন মানবিক শিক্ষার খোঁজে বের হয়েছে।