
Monjurul Haque
জন্ম ডিসেম্বর ১৯৫২, ঢাকায়। মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা গ্রহণ করেছেন। পেশাগত জীবন শুরু করেন ঢাকার জাতিসংঘ তথ্যকেন্দ্র। ১৯৯০ সালে বিবিসি বাংলা বিভাগে যোগ দেন। জাপানে যান ১৯৯৪ সালে। শুরুতে রেডিও জাপানের বাংলা অনুষ্ঠান এবং পরে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত হন। ২০০৯ সালে টোকিওর বিদেশি সাংবাদিকদের প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন। সম্পাদনা করেছেন হরিপ্রভা তাকেদার জাপান ভ্রমণের স্মৃতিচারণ বইটি। সাংবাদিকতার পাশাপাশি জাপানের দুটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। প্রকাশিত বই Ñ চে : বন্দুকের পাশে কবিতা (যৌথ), অনুবাদ : প্রতারিত পৃথিবীর দিকে মেলে ধরা গোলাপ (পূর্ব ইউরোপের কবিতা), মাৎসু বাশোওর ওকুর সরু পথ (যৌথ) এবং গিয়োম আপোলিনেরের অশ্রুভেজা চোখে করাঘাত (যৌথ)। সম্পাদনা : রবীন্দ্রনাথের জাপান, জাপানের রবীন্দ্রনাথ।