
Nahar Ahmed
নাহার আহমেদ জন্ম ২ মার্চ, ঢাকা। বিএসএস (সম্মান), এমএসএস, সমাজবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়। গীতিকার, ছড়াকার, কবি ও গল্পকার। বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত যন্ত্রসংগীতশিল্পী (গিটার) ও বেতারের নাট্যশিল্পী। তাঁর রচিত কাব্যগ্রন্থ ছয়টি, ছোটগল্প একটি, শিশুতোষ ছড়া পাঁচটি এবং নির্বাচিত কাব্রগ্রন্থ একটি। পুরস্কার : ১. ভাষাসৈনিক পুরস্কার, ডাকসু, ডাকা বিশ্ববিদ্যালয়। ২. যন্ত্রসংগীত পুরস্কার, ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়। ৩. উত্তরবঙ্গ নাট্যজগৎ, শিলিগুড়ি (ভারত)। ৪. সোনালী রোদ সাহিত্য পুরস্কার, হুগলি (ভারত)। ৫. কলাকীর্তি সাহিত্য পুরস্কার, কলকাতা (ভারত)। ৪. ১৪০০ সাল সাহিত্য পরিষদ সংবর্ধনা, বোলপুর, শান্তিনিকেতন (ভারত)। ৭. মাইকেল মধুসূদন পুরস্কার, মাইকেল ্যাাকাডেমি, কলকাতা (ভারত)। ৮. নন্দিনী সাহিত্য ও পাঠকচক্র খুলনা সম্মাননা পদক। বাংলাদেশ লেকিা সংঘ কার্যনির্বাহী সদস্য ও জীবনসদস্য। বাংলা একাডেমি জীবনসদস্য। নন্দিনী সাহিত্য ও পাঠকচক্র জীবনসদস্য। বাংলাদেশ গীতিকবি সংসদ কার্যনির্বাহী সদস্য। বাংলাদেশ হাওয়াইন গিটার পরিষদ কার্যনির্বাহী সদস্য।। ৯. অতন্দ্র পদক, টালিগঞ্জ (ভারত) ২০১২।