
Nasreen Jahan
জন্ম হালুয়াঘাটের দড়িনগুয়া গ্রাম, ময়মনসিংহে। বাবা গোলাম আম্বিয়া ফকির। মা উম্মে সালমা। দুজনই মারা গেছেন। এক কন্যা অর্চি অতন্দ্রিলা আর সহধর্মক আশরাফ আহমদের সঙ্গে সংসারে, নিজের একান্ত প্রতিনিয়ত ভাবনায় স্বপ্নে-জাগরণে বাস। সাহিত্যের সঙ্গে, প্রাত্যহিক জীবনের জাগতিক-মহাজাগতিক সংকট টপকে টপকে। পুরস্কারপ্রাপ্তি ঘটেছে উড়–ক্কু উপন্যাসের জন্য ফিলিপস সাহিত্য পুরস্কার, পাগলাটে এক গাছ বুড়ো কিশোর উপন্যাসের জন্য আলাওল সাহিত্য পুরস্কার, সীতাকু- সাহিত্য পুরস্কার, খুলনা রাইটার্স ক্লাব পুরস্কার, খালেক দাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, আলোকিত নারী সম্মাননা, সমগ্র সাহিত্যের জন্য বাংলা একাডেমী পুরস্কার। এর বাইরে তিনি পাক্ষিক অন্যদিন পত্রিকার সাহিত্য সম্পাদনায় নিয়োজিত। বাড়তি ভালোলাগা উড়–ক্কু কায়সার হক দ্বারা অনূদিত হয়ে উপন্যাস দ্য উমেন হু নামে পেঙ্গুইন থেকে বেরোনো এবং নিয়াজ জামানের সম্পাদনায় পনেরোটি গল্প অনূদিত হয়ে এদেশের উল্লেখযোগ্য প্রকাশনা ইউপিএল থেকে প্রকাশ হওয়া। মোট গ্রন্থসংখ্যা একান্ন।