Pias Majid
জন্ম : ২১ ডিসেম্বর, ১৯৮৪. পড়াশোনা : স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশিত গদ্যগ্রন্থ করুণ মাল্যবান ও অন্যান্য প্রবন্ধ, কবিতাজীবনী, কামু মার্কেস ইলিয়াস ও অন্যান্য, মনীষার মুখরেখা, রুশ বিপ্লবের শতবর্ষ ও অন্যান্য, পড়ার টেবিল থেকে, আমার রবি আমার ইন্দ্র, জীবনানন্দ : আমার অসুখ ও আরোগ্য, স্মৃতিসত্তার সৈয়দ হক, স্মৃতিপাখির ওড়াউড়ি, এলোমেলো ভাবনাবৃন্দ, নির্জন নোটবুক, ভরদুপুরের বিভূতিভূষণ, রাতলিপি দিনলিপি। পুরস্কার এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ২০১২, আদম তরুণ কবি সম্মাননা, কলকাতা ২০১৬, সিটি-আনন্দ আলো পুরস্কার ২০১৬, শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার ২০১৬, দাঁড়াবার জায়গা সাহিত্য পুরস্কার ২০১৭, কলকাতা, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৮, সমতটের কাগজ সম্মাননা ২০১৮, পদক্ষেপ পুরস্কার ২০১৮, ইতিকথা সাহিত্য সম্মাননা, কলকাতা ২০১৯, দিগন্তধারা সাহিত্য পুরস্কার ২০১৯, পশ্চিমবঙ্গের মেদিনীপুর কলেজ প্রাক্তনী সংবর্ধনা ২০১৮। বাংলা একাডেমিতে কর্মরত।