বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Shahaduzzaman

Dr. Sahadujjamana ( born : 1960 ), the creative is a prominent name in fiction. Though stories and novels are the main fields of his work, he has a noteworthy work in research, translation, travel and essay literature. Besides, he wrote regular columns in various daily newspapers. [1] In recognition of his work , he received Bangla Academy Award in 2016 . Shahaduzzaman was born in 1960 . Mirzapur Cadet College has studied at secondary and higher secondary level. BRAC's Grameen Health Project has been working as a medical doctor in Chittagong Medical College. Subsequently, he obtained PhD in medical anthropology from the University of Amsterdam in Amsterdam and a post-graduate from Dhaka University in Public Health . Shahaduzzaman has long been a member of BRAC University's Institution of Public Health Department. Currently he is involved in research and teaching at Glasgow University in the UK. Shahaduzzaman's first collection of stories "Shatto Bihbol Story" in 1996 Some of his notable books are "Kurt Colonel", "Astrologer with half-an-hour", "a hospital, an anthropologist, several broken bones", "the best day to visit Kangaroo and other translation stories", "some bhabal stories". , "River of Fire in Paper Boat", and the novel "One Kamalelbo" on poet Jibanananda Das He was awarded the Bangla Academy Award for the year 2016 for his contribution to Bengali fiction. ড. শাহাদুজ্জামান (জন্ম: ১৯৬০) বাংলাদেশের মননশীল কথাসাহিত্যের একটি বিশিষ্ট নাম। গল্প এবং উপন্যাস তাঁর কাজের প্রধান ক্ষেত্র হলেও গবেষণা, অনুবাদ, ভ্রমণ এবং প্রবন্ধ সাহিত্যেও উল্লেখযোগ্য রচনা রয়েছে তাঁর। পাশাপাশি বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখেন তিনি। [১] কাজের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন। শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করে চিকিৎসক হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে। পরবর্তীকালে জনস্বাস্থ্য বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং নেদারল্যান্ডসের আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নৃবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। শাহাদুজ্জামান দীর্ঘদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পাবলিক হেলথ বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং অধ্যাপনায় যুক্ত আছেন। শাহাদুজ্জামানের প্রথম গল্পগ্রন্থ “কয়েকটি বিহ্বল গল্প” ১৯৯৬ সালে। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ "ক্রাচের কর্ণেল", "আধ ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে", ''একটি হাসপাতাল, একজন নৃবিজ্ঞানী, কয়েকটি ভাঙ্গা হাড়'', ''ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য অনুবাদ গল্প'', ''কয়েকটি বিহ্বল গল্প'', ''কাগজের নৌকায় আগুনের নদী'' এবং কবি জীবনানন্দ দাশের উপরে লেখা উপন্যাস "একজন কমলালেবু" । বাংলা কথাসাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৬ সালের বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হয়েছেন।


Books by Shahaduzzaman