বেঙ্গল পাবলিকেশন্‌‌স
Max-width 100%

Shajahan Chowdhury

কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, গীতিকার, চিত্রনাট্যকার, নাট্য পরিচালক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। পেশা : সাংবাদিকতা। ১৯৬৫ সাল থেকে সাপ্তাহিক পাকিস্তানি খবর এবং মাসিক ঝিনুকের মাধ্যমে সাংবাদিকতা শুরু। সাপ্তাহিক বিচিত্রায় কাজ করেছেন। সাপ্তাহিক নিপুণ পত্রিকার সম্পাদক। শাহজাহান চৌধুরী যাঁদের সান্নিধ্যে এসেছেন, তাঁরা হলেন : ভারতের প্রখ্যাত সুরকার নওশাদ, গুলজার, রাজেন তরফদার, শচীন ভৌমিক, শক্তি সামন্ত, সুরুর বারাবাঙ্কভি, সলিল চৌধুরী, কবি জসীম উদ্দীন, আহসান হাবিব, শামসুর রাহমান, কামরুল হাসান, আবু জাফর ওবায়দুল্লাহ, সুভাষ দত্ত, জহির রায়হান, খান আতাউর রহমান, আলাউদ্দিন আল আজাদ, ড. মীজানুর রহমান শেলী, চিত্র পরিচালক ফখরুল আলম, সমরেশ বসু, সমরেশ মজুমদার, গৌরীপ্রসন্ন মজুমদার, রাবেয়া খাতুন ও ফরিদুর রেজা সাগর। শাহজাহান চৌধুরী এ-পর্যন্ত ছটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি ডকুমেন্টারি ছবি নির্মাণ করেছেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র পিঞ্জর (১৯৭৬), শত্রু (১৯৮৬), উত্তরের খেপ (২০০৪), একখ- জমি (২০০৪) হাছন রাজা (ডকুমেন্টারি ২০০৫), মধুমতী (২০০৮), রুমালি (২০১১) এবং আত্মদান (২০১২)। তাঁর লেখা বিখ্যাত গান ‘তোমার এ উপহার আমি চিরদিন রেখে দেবো’ পিঞ্জর সাবিনা ইয়াসমিন ও খন্দকার ফারুক, ‘তুমি যে আমার চির জীবনের সাথী’ আত্মদান রুনা লায়লা। তাঁর স্ত্রী সুফিয়া চৌধুরী পাক্ষিক আনন্দিতার সম্পাদক, লেখিকা এবং চিত্রনাট্যকার। তাঁদের রয়েছে দুই কন্যা ও দুই পুত্র। প্রকাশিত গ্রন্থ কুড়ি। শিক্ষাগত যোগ্যতা : বাংলা সাহিত্যে এমএ। প্রিয় মানুষ : বাবা। প্রিয় শহর : চট্টগ্রাম। প্রিয় স্মৃতি : মায়ের ভালোবাসা। ভ্রমণ : বিশ্বের ২০টি দেশ ভ্রমণ। প্রিয় শখ : বইপড়া ও গান শোনা।


Books by Shajahan Chowdhury